আজ ৮ জুলাই। এই দিনটা আসলেই ব্রাজিলিয়ানদের মনে একটা গভীর ক্ষত আবারও হুল ফোটায়। ২০১৪ সালের এই দিনে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সেই ক্ষত সেলেসাওদের জন্য এখনো জাতীয় ট্র্যাজেডি। ১১ বছর পেরিয়ে গেলেও সেই দিনটার স্মৃতি ভুলতে পারেনি ব্রাজিলিয়ানরা।
ব্রাজিলের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ক্ষত ছিলো ‘মারাকা ট্র্যাজেডি’—১৯৫০ বিশ্বকাপের ফাইনালে মারাকানায় উরুগুয়ের কাছে হার। কিন্তু বেলো হরিজেন্তের স্তাদিও মিনেইরাওতে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭ গোল খাওয়া, সেই পুরোনো দুঃখটাকেও ছাড়িয়ে গেছে অনেকের চোখে।
এই হারের আগে ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে ৩৯ বছর ধরে অপরাজিত ছিলো ব্রাজিল। সেই গর্ব একেবারে ধুলোর সাথে মিশে গিয়েছিলো নেইমার ও থিয়াগো সিলভাবিহীন দলটির।