দুই বছরের টানা যুদ্ধ আর ধ্বংসস্তূপের মাঝেও গাজায় ফুটেছে নতুন জীবনের আশা। মঙ্গলবার (২ ডিসেম্বর) যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকায় একসঙ্গে ৫৪ দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়। দক্ষিণ গাজার ধ্বংসস্তূপের পাশে ঐতিহ্যবাহী পোশাকে নবদম্পতিরা অংশ নেন এই অনুষ্ঠানে।
গণবিয়েটি আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম। তারা নবদম্পতিদের জন্য আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রীও দিয়েছে।
এ উৎসবের মধ্যেও গাজার মানবিক সংকট ভোলার সুযোগ নেই। অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত, খাদ্য ও আশ্রয়ের তীব্র অভাব তাদের স্বাভাবিক জীবনকে কঠিন করে তুলেছে। ধ্বংস, শোক ও অনিশ্চয়তার মধ্যেও এই গণবিয়ে গাজাবাসীর কাছে আশার এক ক্ষণিক আলোকবর্তিকা হয়ে এসেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের গণহত্যায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
এসএইচ//