দীর্ঘ ২২ মাস পর ব্রাজিল জাতীয় দলে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৩ সালের অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরির কারণে তাকে জাতীয় দলে খেলার সুযোগ পাননি। এরপর দীর্ঘ সময় ধরে মাঠ থেকে দূরে থাকলেও বর্তমানে ক্লাবের জার্সিতে নিয়মিত খেলছেন এবং ভালো ফর্মে রয়েছেন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’-এর প্রতিবেদন অনুযায়ী, কোচ কার্লো আনচেলত্তি আগামী ২৫ আগস্টের স্কোয়াড ঘোষণার সময় নেইমারের ওপর নজর রাখছেন। সব ঠিক থাকলে এই তারকা জাতীয় দলে সরাসরি উপস্থিত থাকতে পারেন।
আগামী মাসে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খেলবে—৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির সঙ্গে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে। নেইমারের ফিট থাকার কারণে এই দুই ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে।
গত জুনে ব্রাজিল দুটি বাছাই ম্যাচ খেলেছে—ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়। এই ম্যাচগুলোতে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য খেলোয়াড়রা মাঠে নিজেদের স্থান নিশ্চিত করেছেন। আনচেলত্তি নিশ্চিত করেছেন, নেইমারের মতো তারকাকে ফিট থাকলে অবশ্যই দলে রাখা হবে।
বর্তমানে কনমেবল বাছাইয়ে ব্রাজিল তিনে অবস্থান করছে এবং ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইকুয়েডর, আর শীর্ষে আর্জেন্টিনা রয়েছে ৩৫ পয়েন্ট নিয়ে। ব্রাজিল ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে।
আনচেলত্তি এবং তার দল বাছাইয়ের শেষ দুই ম্যাচের পাশাপাশি বিশ্বকাপের আগে আরও প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছেন। আন্তর্জাতিক ম্যাচগুলোতে নেইমারের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসি//