অর্থনীতি

বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট

৫০০ টাকার নতুন নোট ছবি: বাংলাদেশ ব্যাংকের সৌজন্যে

আগামীকাল বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) থেকে বাজারে নতুন নকশার ৫০০ টাকার নোট ছাড়া হচ্ছে। নতুন এই নোটের নকশাতেও পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথমে মতিঝিল কার্যালয় থেকে এবং পরে দেশের অন্যান্য কার্যালয় থেকে এই নোট সরবরাহ করা হবে।

নতুন নোটের নকশায় কী কী থাকছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ৫০০ টাকা নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৫২ মিমি x ৬৫ মিমি। নোটের সম্মুখভাগের বাঁ পাশে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা, কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে।

অন্যদিকে নোটের পেছন ভাগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি মুদ্রিত আছে। নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগার’-এর মুখ, এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘500’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ রয়েছে। এই নোটটিতে সবুজ রঙের আধিক্য রয়েছে।

নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে যা যা থাকছে

মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে নোটটিতে । নোটের সম্মুখভাগের ডান দিকের কোনায় মুদ্রিত মূল্যমান ‘500’ রং পরিবর্তনশীল উন্নতমানের নিরাপত্তা কালি দ্বারা মুদ্রিত। এ ছাড়া নোটটি নাড়াচাড়া করলে এর রং সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয় এবং মূল্যমানের ভেতরে কোনাকুনিভাবে মুদ্রিত ‘৫০০’ লেখাটি দৃশ্যমান হয়।

এছাড়া, নোটটির সম্মুখভাগের বাঁ পাশে ৪ মি.মি চওড়া লাল রং এবং উজ্জ্বল সোনালী রঙের বারের সমন্বয়ে প্যাঁচানো নিরাপত্তা সুতা রয়েছে।

নোটটি নাড়াচাড়া করলে লাল অংশ সবুজ রঙে পরিবর্তিত হবে, যাতে ‘৫০০ টাকা’ খচিত রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে এবং সোনালী বার অংশ একটি উজ্জ্বল রংধনুর রঙের বারে রূপান্তরিত হয়ে ওপর থেকে নিচে চলতে দেখা যাবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগের ডান দিকে নিচে পাঁচটি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।

এর আগে ২০, ৫০, ১০০ ও ১০০০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়া হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় আসছে নতুন ৫০০ টাকার নোট।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নতুন নকশার ৫০০ টাকার নোট #বাংলাদেশ ব্যাংক