খেলাধুলা

এমবাপ্পের জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

লা লিগায় টানা তিন ম্যাচ ধরে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। সেই খরা কাটালেন কিলিয়ান এমবাপ্পে প্রতিপক্ষের মাঠ সান মামেসে। গতকাল বুধবার (০৩ ডিসেম্বর) রাতে অ্যাথলেতিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে জাবি আলোনসোর দল। জোড়া গোল করেছেন এমবাপ্পে, অন্যটি এদুয়ার্দো কামাভিঙ্গার।

ম্যাচ শুরুর মাত্র সাত মিনিটেই রিয়ালকে লিড এনে দেন এমবাপ্পে। বক্সের অনেক বাইরে থেকে একক প্রচেষ্টায় দুজনকে কাটিয়ে করেন চমৎকার এক গোল। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কামাভিঙ্গা। বক্সের কাছে এমবাপ্পের হেড-পাস ধরে আরেকটি হেডেই জাল খুঁজে নেন এই ফরাসি মিডফিল্ডার।

গোলের পর কামাভিঙ্গা ও এমবাপ্পের উদযাপন।  ছবি- দ্য গার্ডিয়ান
গোলের পর কামাভিঙ্গা ও এমবাপ্পের উদযাপন। ছবি- দ্য গার্ডিয়ান

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। ৫৯ মিনিটে এমবাপ্পে আবারও আলো ছড়ান। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট গিয়ে ঠেকে জালের ভেতর। যা ছিল ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি।

এই মৌসুমে রিয়ালের হয়ে ২০ ম্যাচে এমবাপ্পের গোলসংখ্যা এখন ২৫। লা লিগায় ১৫ ম্যাচে ১৬ গোল করেছেন তিনি। রিয়ালের আক্রমণভাগে তাঁর প্রভাব বোঝা যায় আরও দুটি পরিসংখ্যানে। একখন পর্যন্ত দলের মোট ৪৪ গোলের ২৫টিই এমবাপ্পের। শেষ ৯ গোলের ৭টি এসেছে তাঁর পা থেকে, বাকি দুই গোলও তাঁর অ্যাসিস্টে।

আক্রমণ ও রক্ষণভাগ দুইয়েই সক্রিয় ছিলেন বেলিংহাম।  ছবি- গোল ডট কম
আক্রমণ ও রক্ষণভাগ দুইয়েই সক্রিয় ছিলেন বেলিংহাম। ছবি- গোল ডট কম

ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট রিয়াল কোচ জাবি আলোনসো বলেন,‘আজ পুরো ৯০ মিনিট ধরে দল দারুণ মনোযোগী ছিল। প্রতিপক্ষের মাঠে এটা সম্ভবত আমাদের সেরা ম্যাচগুলোর একটি। মাথা ঠান্ডা রেখে সব পরিস্থিতি সামলাতে পেরেছি।’

এই জয়ের পর ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে রইল রিয়াল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। নিজেদের মাঠে হারায় ১৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে বিলবাও। চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে রিয়ালের জন্য এই জয় বড় স্বস্তি এনে দিল।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #অ্যাথলেতিক বিলবাও #রিয়াল মাদ্রিদ #লা লিগা #ফুটবল