ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড় কোচিংস্টাফদের মধ্যে শুরু সংঘর্ষ। পিএসজি কোচ লুইস একরিক একেবারে আঘাত করে বসলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর মুখে।
ম্যাচ হারেই কী এতোটা ক্ষুব্ধ এনরিক। কোচ হয়েও প্রতিপক্ষের ফুটবলারকে আঘাত করে বসলেন। সম্প্রচার ক্যামেরায় প্রাচারিত দৃশ্যে অবশ্য দেখা যায় প্রেদ্রোই প্রথমে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন এনরিককে।
ম্যাচ শেষে স্বাভাবিক ভাবেই এনরিকের কাছে ভেসে আসে সেই সংঘর্ষ সম্পর্কিত প্রশ্ন। স্প্যানিশ কোচ উত্তরে বলেন তিনি কেবল চেয়েছিলেন দুই দলের খেলোয়ারড়কে আলাদা করতে। কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিলো না।
রোববার রাতে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসির কাছে ৩-০ গোলে হেরেছে পিএসজি। সেই ম্যাচে তৃতীয় গোলটি করেন পেদ্রো। আর প্রথম গোল দুটি আসে কোল পালমারের কাছ থেকে।