হঠাৎ করেই অদ্ভুত এক নিম্নমুখী সময় পার করছে রিয়াল মাদ্রিদ। মাঠের খেলা যেমন মন ভরাচ্ছে না, তেমনি ড্রেসিংরুমেও নীরব অস্বস্তির বাতাস। আর এই পুরো পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে এখন কোচ জাবি আলোনসো। টানা পয়েন্ট হারানো আর সাম্প্রতিক বাজে ফর্মকে ঘিরে ক্লাবের ভেতরেই নাকি তৈরি হয়েছে মতবিরোধ। এমনটাই জানিয়েছে ক্রীড়া-পোর্টাল দ্য অ্যাথলেটিক।
রিপোর্টে বলা হয়েছে, আলোনসোর খেলানোর ধরন ও কোচিং পদ্ধতি নিয়ে কিছু খেলোয়াড়ের মধ্যে অসন্তোষ রয়েছে। এখনো সেটা বড় কোনো সংকটে রূপ না নিলেও বিষয়টি ড্রেসিংরুমে চাপ বাড়াচ্ছে। রিয়াল অবশ্য পরিস্থিতি ঠাণ্ডা রাখতে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছে।
টানা তিন ড্র, শীর্ষে বার্সেলোনা—চাপ আরও বেড়েছে
জিরোনার বিপক্ষে ১-১ ড্রয়ের পর টানা তৃতীয় ম্যাচে জিততে ব্যর্থ হয়েছে রিয়াল। এর আগে রায়ো ভায়েকানো ও এলচের সঙ্গেও জয় পায়নি দলটি। একসময় শীর্ষে থাকা রিয়াল এখন পয়েন্ট টেবিলে এক পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে; বার্সেলোনার ঠিক পেছনে।
টানা অ্যাওয়ে ম্যাচ, দীর্ঘ ভ্রমণ আর ক্লান্তি; সব মিলিয়ে খেলায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। তার ওপর যুক্ত হয়েছে অভ্যন্তরীণ টানাপোড়েনের গল্প। যদিও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে নয়, কিন্তু অস্বস্তি যে আছে তা স্পষ্ট।
অসন্তোষ নতুন নয়—অক্টোবরে হয়েছিল বৈঠকও
গত অক্টোবরেই গুঞ্জন উঠেছিল, আলোনসোর ব্যক্তিগত আচরণ ও ফুটবল-দর্শন নিয়ে কিছু খেলোয়াড় নাখোশ। পরে এই বিষয় নিয়ে কোচ ও খেলোয়াড়দের মধ্যে বৈঠকও হয়। কিলিয়ান এমবাপ্পে, ফেদেরিকো ভালভের্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা অবশ্য প্রকাশ্যে বলেছেন, ড্রেসিংরুমে কোনো বড় সমস্যা নেই।
তবুও দ্য অ্যাথলেটিক দাবি করছে, কিছু খেলোয়াড় এখনো আলোনসোর দর্শন মানতে পারছেন না। অন্যদিকে আবার অনেকে মনে করেন, এর জন্য কোচকে দোষারোপ করা ঠিক নয়।
একটি সূত্রের ভাষ্য, "এটা যে কোচের সমস্যা নয়, সেটা খুবই স্পষ্ট।" আরেকজন আরও সরাসরি বলেন, “এমবাপ্পে, ভিনিসিয়ুস আর বেলিংহাম; এই তিনজনকে একসঙ্গে রেখে ভারসাম্যপূর্ণ দল তৈরি করা অসম্ভব।” তাদের মতে, কোচের নির্দেশনা মাঠে ঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। ফলে খেলার ধরন এলোমেলো হয়ে যাচ্ছে।
আনচেলোত্তির ধারা বদলানো কঠিন কাজ
কোচিং স্টাফের ভেতরেও স্বীকারোক্তি এসেছে, কার্লো আনচেলোত্তির রেখে যাওয়া ফুটবল দর্শন বদলানো সহজ নয়। এ সমস্যার তাত্ক্ষণিক সমাধানও নেই। তবে এত কিছুর মাঝেও রিয়াল কর্তৃপক্ষ এখনই আলোনসোর ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। বরং সামনে থাকা ম্যাচগুলো বিশেষ করে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পরবর্তী অ্যাওয়ে ম্যাচটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচ শুধু ফলের দিক থেকে নয়, দলের ভাবমূর্তি পুনরুদ্ধারেও বড় ভূমিকা রাখবে।

আলোনসোর প্রতি আস্থা এখনো অটুট
সব চাপের মাঝেও ক্লাব এখনো আলোনসোকে পূর্ণ সমর্থন দিচ্ছে। এখন পর্যন্ত রিয়ালের কোচ হিসেবে ২৫ ম্যাচে ১৮টিতে জয় পেয়েছেন, হেরেছেন মাত্র তিনটিতে। তাই আশা করার কারণ এখনো যথেষ্টই আছে।
২০২৩-২৪ মৌসুমে বায়ার লেভারকুসেনকে অপরাজিত থেকে বুন্দেসলিগা জেতানোর পর রিয়ালের দায়িত্ব পান আলোনসো। নতুন দলে এসে চ্যালেঞ্জ তো থাকবেই। যদিও মৌসুম এখনো অনেক বাকি। তার মধ্যেই কি নতুন কৌশলে দলকে ঘুরে দাঁড় করাতে পারবেন তিনি? সেটি দেখতে অপেক্ষা এখন রিয়াল সমর্থকদের।
এসএইচ//