জাতীয়

ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে আসছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আগামী ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে বিশ্ব খাদ্য ফোরামের এক অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ পরিকল্পনার কথা জানান ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট।

বৈঠকে প্রেসিডেন্ট লুলা ড. ইউনূসকে আসন্ন কপ৩০ সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা নিয়ে তিনি তখন ব্যস্ত থাকবেন।

তিনি বলেন, “এই নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।”

বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য, কৃষি এবং সামাজিক খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। ড. ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। ব্রাজিলের প্রেসিডেন্ট তা সানন্দে গ্রহণ করেন। তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফর করে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে চান।

প্রেসিডেন্ট লুলা জানান, ব্রাজিল বাংলাদেশের সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ ব্যবস্থার অভিজ্ঞতা থেকে শিখতে চায়। একইসঙ্গে ব্রাজিলের সার্বজনীন স্বাস্থ্যসেবা মডেলও বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী।

বৈঠকের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামেই ব্রাজিল সমর্থক আছে।”

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাজিল #বাংলাদেশ সফর #ব্রাজিলের প্রেসিডেন্ট #প্রধান উপদেষাট #প্রধান উপদেষ্টা #ড. ইউনূস