বিনোদন

ওয়ার্নার ব্রোস ডিসকভারি কিনতে চায় নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ওয়ার্নার ব্রোস ডিসকভারির চলচ্চিত্র ও টেলিভিশন স্টুডিওসহ স্ট্রিমিং সম্পদ অধিগ্রহণে একচেটিয়া আলোচনায় বসেছে নেটফ্লিক্স। প্রতি শেয়ার ২৮ ডলারের প্রস্তাব দিয়ে সংস্থাটি বাজারে বড় সাড়া ফেলেছে। এই চুক্তির মোট মূল্য প্রায় ৮২.৭ বিলিয়ন মার্কিন ডলার, যার ইক্যুইটি মূল্য প্রায় ৭২ বিলিয়ন ডলার নির্ধারিত হয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত চুক্তি ঘোষণা হওয়ার সম্ভাবনাও রয়েছে। উচ্চপর্যায়ের এক সূত্র জানায়, নেটফ্লিক্সের এই প্রস্তাব বর্তমান বাজারদরের তুলনায় বেশি

সর্বশেষ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বাজার বন্ধের সময় ওয়ার্নার ব্রোসের শেয়ারদর ছিল ২৪.৫৪ ডলার। এর আগে প্যারামাউন্ট প্রায় ২৪ ডলার প্রস্তাব দিয়েছিল, স্কাইড্যান্স ও কমকাস্টও দরপত্র জমা দেয়। তবে সর্বোচ্চ দরদাতা হিসেবে উঠে আসে নেটফ্লিক্সই।

প্যারামাউন্ট অভিযোগ করেছে, ওয়ার্নার ব্রোস একটি অন্যায্য বিক্রয় প্রক্রিয়া পরিচালনা করছে। যেখানে নেটফ্লিক্সকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তারা পরিচালনা পর্ষদের কাছে একটি স্বতন্ত্র বিশেষ কমিটি গঠনের দাবি জানিয়েছে, যাতে সিদ্ধান্ত গ্রহণ স্বচ্ছ হয়। দীর্ঘদিন এইচবিও-র মালিকানা ধরে রাখা ওয়ার্নার ব্রোস সাম্প্রতিক বছরগুলোতে কৌশলগত পরিবর্তনের পথে হাঁটছে এবং দ্বিতীয় দফা দরপত্র পাওয়ার পর নেটফ্লিক্সের সঙ্গে একচেটিয়া আলোচনায় বসেছে।

চুক্তিটি হলে নেটফ্লিক্স আরও শক্তিশালী হয়ে উঠবে বৈশ্বিক বিনোদন জগতে। ওয়ার্নার ব্রোসের মহামূল্যবান মেধাসম্পদ- হ্যারি পটার, গেম অব থ্রোনস, ডিসি কমিকস; এসব নেটফ্লিক্সকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ কনটেন্ট লাইব্রেরির মালিক করে তুলবে। পাশাপাশি এর গেমিং, লাইভ এন্টারটেইনমেন্ট এবং ভোক্তা-কেন্দ্রিক পরিষেবা পরিকল্পনাগুলোও আরও বিস্তৃত হবে।

ব্লুমবার্গ জানিয়েছে, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো চুক্তি আটকে দিলে নেটফ্লিক্স ৫ বিলিয়ন ডলার ব্রেকআপ ফি দিতে রাজি হয়েছে। শিল্পসংশ্লিষ্টদের ধারণা, আগামী কয়েক দিনের মধ্যেই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে সম্ভাব্য এই অধিগ্রহণকে ঘিরে হলিউডে উদ্বেগ তৈরি হয়েছে। বহু চলচ্চিত্র ব্যক্তিত্ব কংগ্রেসের হস্তক্ষেপ দাবি করে বলছেন, চুক্তিটি শিল্পের প্রতিযোগিতামূলক ভারসাম্যকে হুমকির মুখে ফেলবে।

গত অক্টোবরেই ওয়ার্নার ব্রোসের পরিচালনা পর্ষদ প্যারামাউন্টের প্রায় ৬০ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দেয় এবং এরপরই আনুষ্ঠানিক বিক্রয় প্রক্রিয়া শুরু হয়। নেটফ্লিক্স কিংবা ওয়ার্নার ব্রোস ডিসকভারি; কোনো পক্ষই এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে চুক্তিটি সম্পন্ন হলে এটি হবে বিনোদন শিল্পে বছরের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ওয়ার্নার ব্রোস ডিসকভারি #নেটফ্লিক্স #অধিগ্রহণে #৮২.৭ বিলিয়ন মার্কিন ডলার