ভুলবশত বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এটি সম্পূর্ণই ভুল বোঝাবুঝি এবং সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা দর্শক ও ভক্তদের জানালেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি জানান, কীভাবে অজান্তেই একটি অবৈধ বেটিং সাইটের প্রমোশনে জড়িয়ে পড়েছিলেন এবং কীভাবে দ্রুত সরে আসেন।
প্রভা জানান, গত রোজার মাসে একটি কোম্পানি তাকে গেমিং ওয়েবসাইটের প্রমোশনের প্রস্তাব দেয়। তারা নিজেদের ‘খেলা দেখানোর প্ল্যাটফর্ম’হিসেবে পরিচয় দিলেও বেটিং-সংক্রান্ত তথ্য গোপন রাখে। গেমস কিংবা এ ধরনের সাইট সম্পর্কে তেমন ধারণা না থাকায় তিনি বারবার জিজ্ঞেস করেন, সাইটটি আসলে কী নিয়ে কাজ করে। উত্তরে জানানো হয়, টি-টোয়েন্টি ম্যাচ ও বিভিন্ন গেম দেখানোর প্ল্যাটফর্ম এটি।
চুক্তির দিন তাকে একটি ছোট ভিডিওবার্তা (বাইট) দিতে বলা হয়। টোকেন মানি গ্রহণের পর তিনি ভিডিওটি দেন। কিন্তু ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়ানোর পর দর্শকদের মন্তব্য থেকেই জানতে পারেন যে, এটি আসলে একটি জুয়া বা বেটিং সাইট।
প্রভা বলেন, ‘ধন্যবাদ দর্শকদের। কারণ তাঁদের মন্তব্যেই জানতে পারলাম এটা একটি জুয়ার প্রমোশন। সঙ্গে সঙ্গে আমি কাজটি স্থগিত করি। আমি জানতামই না এটি অবৈধ কিছু।’
ঘটনা জানার পরই তিনি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে প্রমোশন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। কিন্তু কোম্পানি বিভিন্নভাবে তাকে চাপ ও ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। তবুও স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই কাজ আর করবেন না।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তিনি কখনোই কোনো জুয়া বা বেটিং সাইটের প্রমোশনে যুক্ত হবেন না। সাংবাদিকদেরও অনুরোধ করেন, তার বক্তব্যটি সঠিকভাবে প্রচার করতে। তিনি কাজটি করতে গিয়েছিলেন, কিন্তু অবৈধ জেনে তা থেকে সরে এসেছেন।
এই ঘটনার মাধ্যমে প্রভা সতর্ক করেন, গেমিং বা বিজ্ঞাপনের নামে প্রতারণামূলক বেটিং সাইটগুলো সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।
এসএইচ//