আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে নেটফ্লিক্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস ৫’-এর প্রথম পর্ব। ডাফার ব্রাদার্স পরিচালিত জনপ্রিয় সিরিজটির চূড়ান্ত সিজনের প্রথম ভলিউম বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে মুক্তি পাওয়ার পরই ভক্তদের উত্তেজনা চূড়ায় পৌঁছে যায়। বিশ্বজুড়ে অসংখ্য দর্শক যেনো এক নিঃশ্বাসে পুরো ভলিউম দেখে ফেলার প্রস্তুতি নেন।
কিন্তু বিপুল দর্শকের চাপ সামলাতে না পেরে মুক্তির কয়েক মিনিটের মধ্যেই নেটফ্লিক্স প্ল্যাটফর্ম ক্র্যাশ করে। ‘স্ট্রেঞ্জার থিংস’-এর শেষ সিজনের প্রথম ভলিউম দেখতে এত মানুষের ঢল নামবে এমনটা ধারণাই করতে পারেনি নেটফ্লিক্স। ফলে মুহূর্তেই সার্ভার অচল হয়ে পড়ে এবং কোটি কোটি দর্শক তাদের কাঙ্ক্ষিত পর্বটি দেখতে ব্যর্থ হন।
ভক্তদের উন্মাদনা কতটা তুঙ্গে এই ঘটনাই তার প্রমাণ। জানা গেছে, নেটফ্লিক্স কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে সমস্যার সমাধানে কাজ করছে।
নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর একটি ‘স্ট্রেঞ্জার থিংস’। ১৯৮০’র দশকের পটভূমিতে নির্মিত এই সায়েন্স ফিকশন হরর ড্রামা সিরিজটি নস্টালজিয়া, রহস্য আর কিশোর অ্যাডভেঞ্চারের অনন্য মিশ্রণে বিশ্বজুড়ে এক বিশাল ফ্যানবেস তৈরি করেছে।
এসএইচ//