বিনোদন

‘ফ্যাশনিস্ট’ লুকে কন্যা, ভাইরাল শাহরুখের মিষ্টি কমেন্ট

বিনোদন ডেস্ক

বলিউডের বাদশাহ শাহরুখ খান আর তার কন্যা সুহানা খান একসঙ্গে এবার বড়পর্দায়! এই প্রথমবার বাবা-মেয়ের অভিষেক হতে যাচ্ছে একসঙ্গে ‘কিং’ সিনেমায়। ২০২৩ সালে ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে নেটফ্লিক্সে সুহানার অভিষেক হলেও এবার তার বড়পর্দায় অভিষেক হচ্ছে বাবার সঙ্গে। ভাবুন তো একদিকে কিং খানের ম্যাজিক আর অন্যদিকে, তার মেয়ের ফ্রেশ অভিনয়! আসলেই যেন সিনেমার এক নতুন যুগের সূচনা হতে চলেছে।

‘কিং’ সিনেমাটি যেখানে বাবার সঙ্গে তার কন্যা একসঙ্গে হাজির হতে চলেছেন। এটি নিয়ে বলিউডে এখন উত্তেজনার কমতি নেই। সিনেমার প্রথম পরিচালক ছিলেন সুজয় ঘোষ।  তবে পরে সিনেমার পরিচালনার দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ।   

সিনেমাটিতে আরও অভিনয় করছেন বলিউডের একাধিক বড় তারকা-জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় বর্মা। বলা চলে, এটা যেন একটি বড় তারকাদের মেলবন্ধন! আর এখন সবাই অপেক্ষা করছে সুহানার ফিল্মি ডেবিউ দেখতে, যেখানে বাবার সঙ্গে তার পর্দায় জাদু দেখানোর সুযোগ হবে।

সুহানার সিনেমায় অভিষেকের আগে তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হন হলুদ রঙের ঝলমলে সাজে, যা তাকে এক নতুন ফ্যাশন আইকন হিসেবে পরিচিত করে তুলেছে। ফুল স্লিভ কোট আর শর্টস পরা সুহানা চোখে গাঢ় মাশকারা, ঠোঁটে নুড গ্লস আর চুলে টাইট পোনি বাঁধা ছিলেন, যা ছিল পুরোপুরি ‘ফ্যাশনিস্টা’ লুক। তার সাজের সঙ্গে সঠিক শব্দ হলো, "নতুন দিনের স্টাইল স্টেটমেন্ট!"

এই ঝলমলে সাজের ছবি সুহানা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “সং অ্যান্ড মাশকারা অন রিপিট”। তার এই স্টাইলিশ লুক মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সুহানার এই পোস্টে এক ঝলক তাকিয়ে শাহরুখ খান তার মিষ্টি মন্তব্য করে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দেন। তিনি লেখেন, “ইয়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রেটি।” (অর্থাৎ, "এটা বদলানো, কিন্তু তোর সৌন্দর্য একদম অপরিবর্তিত!") বাবার এই মিষ্টি মন্তব্য সুহানার পোস্টটিকে আরও একধাপ ভাইরাল করে তোলে। স্বাভাবিকভাবেই, শাহরুখের মন্তব্য সবাইকে মুহূর্তে মুগ্ধ করে তোলে এবং এই পোস্টটি আরও বেশি ছড়িয়ে পড়ে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #শাহরুখ খান #সুহানা