আন্তর্জাতিক

মার্কিন শাটডাউনে একদিনে ১৪৬০ ফ্লাইট বাতিল, বিপর্যস্ত আকাশপথ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা (শাটডাউন) দীর্ঘায়িত হওয়ায় আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে। শনিবার (৮ নভেম্বর) টানা দ্বিতীয় দিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে অন্তত ১ হাজার ৪৬০টি ফ্লাইট বাতিল হয়েছে। আরও হাজার হাজার ফ্লাইট বিলম্বে পড়েছে, ফলে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে।

গেল ১ অক্টোবর শুরু হওয়া এই শাটডাউন এখন মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ—৩৯তম দিনে পা দিয়েছে। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বাজেট অচলাবস্থা মেটেনি, ফলে ফেডারেল কর্মীদের বেতন বন্ধ। বেতন ছাড়াই কাজ করা বিমান নিয়ন্ত্রকদের ক্লান্তি ও অনুপস্থিতি বেড়ে যাওয়ায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ইতোমধ্যে দেশের সবচেয়ে ব্যস্ত ৪০টি বিমানবন্দরে ফ্লাইট ৪% কমানোর নির্দেশ দিয়েছে, যা পর্যায়ক্রমে ১০% পর্যন্ত বাড়ানো হতে পারে। 

নিউইয়র্ক লিবার্টিতে গড়ে চার ঘণ্টার বেশি দেরি, জে এফ কেনেডিতে তিন ঘণ্টা, আটলান্টায় আড়াই ঘণ্টা এবং লা গার্ডিয়ায় প্রায় এক ঘণ্টা বিলম্ব দেখা গেছে। মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি জানিয়েছেন, বাণিজ্যিক চাপ কমাতে ব্যক্তিগত জেটগুলোকে ছোট বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার প্রায় ১,০০০ ফ্লাইট বাতিলের পর শনিবার সংখ্যা আরও বেড়েছে। যদিও আন্তর্জাতিক ফ্লাইটে এই প্রভাব তুলনামূলক কম। 

এফএএ জানিয়েছে, ১১ নভেম্বর ফ্লাইট কাট ৬%, ১৩ নভেম্বর ৮% এবং ১৪ নভেম্বর ১০%-এ উঠবে। শাটডাউন না থামলে থ্যাংকসগিভিং ছুটির আগে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ফ্লাইট বাতিল #মার্কিন শাটডাউন