আন্তর্জাতিক

পাকিস্তান ইস্যুতে রুবিওকে ৪২ মার্কিন আইনপ্রণেতার চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানে আন্তর্জাতিক দমন-পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এমন অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি লিখেছেন ৪২ জন প্রভাবশালী মার্কিন আইনপ্রণেতা। চিঠির নেতৃত্ব দিয়েছেন ভারতীয়-আমেরিকান কংগ্রেসওম্যান প্রমিলা জয়পাল।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ভারতীয় ইংরেজি ভাষার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডব্লিউআইওএন এ তথ্য জানিয়েছে।

গতকাল (বুধবার) দেয়া চিঠিতে  আইনপ্রণেতারা বলেছেন, ‘পাকিস্তান কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হচ্ছে। পাকিস্তানের সামরিক নেতৃত্বকে জবাবদিহি করানো মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব। দায়ীদের বিরুদ্ধে দ্রুত ভিসা নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের পদক্ষেপ নেয়া প্রয়োজন।’   

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তানে #দমন-পীড়ন #মানবাধিকার লঙ্ঘন #মার্কো রুবিও