জাতীয়

পোস্টাল ভোট

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ১ লাখ ৫৫ হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অনলাইনে জোর প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে “পোস্টাল ভোট বিডি” অ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিবন্ধন ইতোমধ্যে ১ লাখ ৫৫ হাজার ২৮৯ জনে পৌঁছেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানা যায়।

ইসির এক কর্মকর্তা জানান, আগের পোস্টাল ব্যালট ব্যবস্থা কার্যকর না হওয়ায় এবার প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিং চালু করা হয়েছে। প্রবাসীদের কাছ থেকে ইতোমধ্যে ভালো সাড়া মিলছে।

তিনি আরও বলেন, “আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধনের আগ্রহ কেমন হবে—সময় আসলে তা বোঝা যাবে।”

প্রবাসী ভোটার নিবন্ধন শুরু হয়েছে ১৯ নভেম্বর। সময় বাড়িয়ে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। দেশের অভ্যন্তরে আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোট) নিবন্ধন তফসিল ঘোষণার পর ১৫ দিন খোলা থাকবে।

দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, কেনিয়া, ব্রাজিল, হংকং, ইথিওপিয়া, মরক্কো, লিবিয়া, তানজানিয়া, চিলি, তাইওয়ান, আর্জেন্টিনা, পেরু, জিম্বাবুয়ে, গাম্বিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ আরও বহু দেশ থেকে নিবন্ধন চলছে।

এসব দেশ মিলিয়ে মোট নিবন্ধিত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ২৮৯ জন প্রবাসী।

 

ইসি জানায়, নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট। ব্যালটে ভোট দিয়ে প্রবাসীরা তা রিটার্নিং কর্মকর্তার কাছে ডাকেই ফেরত পাঠাবেন।

ইসি ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রবাসীদের জন্য প্রাথমিকভাবে ১০ লাখ ব্যালট প্রিন্ট এবং ৫০ লাখ ভোটার টার্গেট নির্ধারণ করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #ভোট #পোস্টাল ভোট #পোস্টাল ব্যালট