আন্তর্জাতিক

আবারও ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার বৈঠকে দাবি করেছেন যে তিনি ২৫ বছর আগে যেমন ছিলেন, এখন তার চেয়েও চাঙা আছেন। কিন্তু এই মন্তব্যের পরপরই বৈঠকে দীর্ঘ সময় ধরে চোখ খোলা রাখতে তার স্পষ্টভাবে সংগ্রাম করতে দেখা গেছে।

বুধবার (০৩ ডিসেম্বর) সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা যখন তাকে প্রশংসা করছিলেন, তখন ট্রাম্প বারবার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন বলে মনে হয়েছে। এই দৃশ্য প্রকাশ্যে এলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।

সমালোচকরা উল্লেখ করেছেন, ট্রাম্প একসময় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে স্লিপি জো(ঘুমকাতুরে জো) বলে উপহাস করতেন। কিন্তু এখন নিজেই একই অবস্থায় পড়ায় বিরোধীরা এটিকে বিদ্রূপাত্মক পরিণতি হিসেবে দেখছেন।

সাম্প্রতিক প্রকাশ্য উপস্থিতিগুলো নিয়ে ট্রাম্পের শারীরিক সক্ষমতা এবং মানসিক সতর্কতা নিয়ে নতুন বিতর্কও সৃষ্টি হয়েছে। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প #তন্দ্রাচ্ছন্ন