জাতীয়

আগামী নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছি: সিইসি

‘আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করাকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছি’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

মঙ্গলবার (০৭ অক্টোবর) রাজধানীতে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে তিনি বলেন, ‘আমার বয়স ৭৩ বছর। জীবনে আর চাওয়ার কিছু নেই। এটা আমার শেষ সুযোগ—দেশের জন্য কিছু করার সুযোগ। আমি চাই, জাতিকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে।’

সিইসি আরও বলেন, ‘একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকারের অধীনে নির্বাচনে যেতে হচ্ছে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচন কমিশনের একার পক্ষে এটা সম্ভব নয়।’

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য অংশীজনদের সঙ্গে পরামর্শ করছে নির্বাচন কমিশন।

সংলাপে ১৫ জন সাবেক নির্বাচন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন ১১ জন। সিইসি বলেন, ‘উপস্থিতি কম হলেও কোয়ালিটি পার্টিসিপেন্টদের অভিজ্ঞতা থেকে আগামী নির্বাচনের পরিকল্পনা সাজাতে চাই।’

এ সময় তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অপব্যবহারসহ নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে।

এর আগে গেল ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে এবং ৬ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আগামী #নির্বাচনকে #জীবনের #শেষ #সুযোগ #হিসেবে #দেখছি #সিইসি