দেশজুড়ে

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উজান থেকে নেমে আসা ঢল এবং সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে নদীর পানি অস্বাভাবিক গতিতে বাড়তে শুরু করেছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে যমুনার পানি বেড়েছে ৭৫ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে বেড়েছে ৬৪ সেন্টিমিটার। বর্তমানে কাজিপুর পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৯৪ সেন্টিমিটার নিচে ও সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় ১৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভোর ৬টার পর থেকে প্রতি ঘণ্টায় প্রায় ২ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নদী তীরবর্তী এলাকায় নতুন করে ভাঙন ও নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, “উজান থেকে আসা ঢলের প্রভাবে যমুনার পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। আপাতত আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে আগামী কয়েকদিন পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে’’

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #যমুনা