অন্তর্বর্তী সরকার সম্প্রতি নতুন দুই টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। অনুমোদনপ্রাপ্ত চ্যানেলগুলোর নাম ‘নেক্সট টিভি’ এবং ‘লাইভ টিভি’। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘নেক্সট টিভি’ ২৪ জুন এবং ‘লাইভ টিভি’ ১৪ জুলাই অনুমোদিত হয়।
‘নেক্সট টিভি’ ৩৬ মিডিয়া লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হবে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান তুহিন, যিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক। অন্যদিকে ‘লাইভ টিভি’ অনুমোদন পেয়েছে মিনার্ভা মিডিয়া লিমিটেড-এর মাধ্যমে।
আরিফুর রহমান জানান, সম্প্রচারের জন্য কাগজপত্র সংক্রান্ত কিছু কাজ বাকি আছে এবং আগামী বছর এই চ্যানেলগুলো সম্প্রচারে যাবে।
তিনি আরও বলেন, বিনিয়োগের জন্য তার সঙ্গে নির্দিষ্ট বিনিয়োগকারীরা যুক্ত আছেন।
এছাড়া, অন্তর্বর্তী সরকার একটি আইপি টিভি চ্যানেল ‘চেঞ্জ টিভি প্রেস’-কেও অনুমোদন দিয়েছে। বর্তমানে দেশে মোট ৫০টি বেসরকারি টিভি চ্যানেল অনুমোদিত রয়েছে, যার মধ্যে ৩৬টি পূর্ণ সম্প্রচারে, বাকিগুলো সম্প্রচারের অপেক্ষায়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন চ্যানেল অনুমোদনের প্রক্রিয়া আগের নিয়মের মতোই সম্পন্ন হয়েছে, এবং নতুন নীতিমালা তৈরি করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।