লাইফস্টাইল

কিছু মানুষকে সারাজীবন ‘ভালোবাসে’ মশা

লাইফস্টাইল ডেস্ক

ছবি: সংগৃহীত

আড্ডায় বন্ধুদের সঙ্গে হাসি-মজায় মেতে উঠেছেন, কিন্তু বারবার আপনাকে বিরক্ত করছে মশা। অন্যরা নিশ্চিন্তে আড্ডা চালাচ্ছে, আর আপনি যেন একাই ‘মশার নিশানা’। কেউ ঠাট্টা করে বলে, “মশা মনে হয় তোকে বেশি ভালোবাসে।” তবে আশ্চর্যজনকভাবে, বিজ্ঞানও বলছে- মশাকে সত্যিই কিছু মানুষ বেশি আকৃষ্ট করে।

নিউ ইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ের স্নায়ুজীববিদ্যার গবেষক লেসলি ভসহলের নেতৃত্বে করা এক গবেষণায় দেখা গেছে, কিছু মানুষের ত্বকে এমন উপাদান থাকে যা মশাকে বিশেষভাবে টানে। আর এই উপাদানগুলো সারাজীবন ত্বকে থাকে, ফলে এই ব্যক্তিরা সত্যিই ‘মশার চুম্বক’ হিসেবে পরিচিত।

গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিজ্ঞান পত্রিকা ‘সেল’-এ। ৬৪ জন স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, বিশেষ কয়েকজনের দিকে মশা প্রায় ১০০ গুণ বেশি আকৃষ্ট হয়েছে। বছরের পর বছর পরীক্ষা করার পরও ফল একই রয়ে গেছে। গবেষকরা এই ধরনের ব্যক্তিদের মজার ছলে ‘মশক চুম্বক’ বলে অভিহিত করেছেন।

কেন এমনটা ঘটে?

গবেষকরা বলছেন, যাদের ত্বকে মশা বেশি কামড়াচ্ছে, তাদের ত্বকে বিশেষ ধরনের অ্যাসিড ক্ষরিত হয়। এই অ্যাসিড ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং মানুষের গায়ের গন্ধে প্রভাব ফেলে। ত্বকে থাকা কিছু ব্যাকটেরিয়া এই অ্যাসিড থেকে উৎপন্ন ‘পিচ্ছিল’ কণার ওপর নির্ভর করে বেঁচে থাকে। মশার আকর্ষণ মূলত এই উপাদানের কারণে ঘটে।

দুঃখজনক হলেও সত্যি, এই উপাদানগুলো শরীর থেকে অপসারণ করা সম্ভব নয়, কারণ তা ত্বকের ক্ষতির কারণ হতে পারে। তাই যাদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়, তারা সারাজীবনই এই অস্বস্তি সহ্য করতে বাধ্য।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মশা