ইসরাইলের চিফ অফ স্টাফ ইয়াল জামির সতর্ক করেছেন, গাজায় চলমান সামরিক অভিযান “স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই” পরিচালিত হচ্ছে এবং এতে বন্দিদের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চ্যানেল ১৩-এর সূত্রের বরাত দিয়ে রোয়া নিউজ জানিয়েছে, জামির রাজনৈতিক নেতৃত্বের তীব্র সমালোচনা করেছেন।
জামির বলেন, সৈনিকরা গাজার একই এলাকায় বারবার অভিযান চালাচ্ছে- যা আগে দখল করা হলেও পরে প্রত্যাহার করা হয়েছে। এতে বোঝা যায়, সামরিক অভিযানগুলোর পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো সুসংগত রাজনৈতিক কৌশল নেই, এবং এগুলো ব্যয়বহুল, ফলাফলহীন যুদ্ধে পরিণত হচ্ছে।
তিনি আরও সতর্ক করেছেন, বর্তমান পদ্ধতি বন্দিদের মুক্তি দিতে সহায়ক নয়। বরং এটি তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে।
সেনাপ্রধানের মতে, সামরিক চাপ ফিলিস্তিনি গোষ্ঠীগুলিকে বন্দিদের ক্ষতি করতে বাধ্য করতে পারে, অথবা বোমাবর্ষণ ও সংঘর্ষের সময় তাদের মৃত্যু ঘটতে পারে।
এসি//