ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গেল ২৪ ঘণ্টায় দখলদার ইসরাইলি হামলায় আরও অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৯০ জন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায়, গেল একদিনে ইসরাইলি হামলায় অন্তত ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ছিলেন খাদ্য সাহায্যের সন্ধানকারী। এ সময় আহত হয়েছেন আরও ১৯০ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধ এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৫ হাজার ৩৮২ জনের প্রাণ কেড়েছে। আহত হয়েছেন আরও প্রায় এক লাখ ৬৭ হাজার মানুষ।
মন্ত্রণালয় আরও জানায়, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এমএ//