ইসরায়েলি তাণ্ডবে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট মোকাবেলা এবং পুনর্গঠণে সহায়তার জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে চীন।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘোষণা দিয়েছেন।
দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য উত্তেজনা, তাইওয়ান এবং ইউক্রেনের যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এই বৈঠকটি ম্যাক্রোঁর তিন দিনের রাষ্ট্রীয় চীন সফরের অংশ।
এদিকে মানবিক সহায়তার ঘোষণায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস বলেছেন, ‘এটি চীনের উদার উদ্যোগ।’
এসএইচ//