আন্তর্জাতিক

জন্মনাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত মার্কিন সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া শিশুর নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার আছে কি-না তা নিয়ে শুনানি করতে সম্মত হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তবে এই শুনানির কোনো তারিখ এখনো ঠিক হয়নি। রায় পেতেও কয়েক মাস সময় লাগতে পারে

যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী এই নীতিই প্রতিষ্ঠা করা হয়েছিলো যে দেশটিতে কেউ জন্ম নিলে সে যুক্তরাষ্ট্রের নাগরিক হবে। তবে কূটনীতিক ও বিদেশি সামরিক বাহিনীর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই অবৈধভাবে বসবাস করা পিতামাতার সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বন্ধ করে আদেশ জারি করেছিলেন। পরে সেটি কয়েকটি নিম্ন আদালতে আটকে যায়।

 

 এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্রে #শিশুর নাগরিকত্ব #সুপ্রিম কোর্ট