দক্ষিণ গাজার রাফা শহরের একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে ৯ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনারা।
ইসরাইলের অভিযোগ, পূর্ব রাফার ভূগর্ভস্থ কাঠামো থেকে পালাতে চাইলে এখন পর্যন্ত ৩০ জনের বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে হামাস এখনো কোনো মন্তব্য করেনি।
ইসরাইলি সংবাদমাধ্যম বলছে, রাফার একটি সুড়ঙ্গে প্রায় ২০০ হামাস যোদ্ধা আটকা পড়েছে, তবে তাদের বের হয়ে আসার নিরাপদ পথ দিতে তেল আবিব রাজি হয়নি।
গেলো অক্টোবরে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি হলেও পরিস্থিতি এখনো উত্তপ্তই রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে ইসরাইল। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময়ে আহত হয়েছেন এক লাখ ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
এসএইচ//