রুশ নাগরিকদের জন্য শিগগিরই ৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ভারত। শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে ভারত ও রাশিয়ার সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে মোদি বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় রুশ নাগরিকরা ৩০ দিনের ফ্রি ই-পর্যটক ভিসা ও ৩০ দিনের গ্রুপ পর্যটক ভিসা পাবেন।’
এই সিদ্ধান্ত ভারত-রাশিয়া সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে এবং পর্যটন ও জনগণ পর্যায়ের যোগাযোগ বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
এসএইচ//