আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ছাড়ালো ৭০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যত কাগজে-কলমেই থাকছে। দখলদার ইসরাইল অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ড্রোন, বিমান ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই বছরেরও বেশি সময় ধরে চলমান এ আগ্রাসনে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে।

রোববার( ৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গেল মাসে হামাস ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হলেও, প্রায় প্রতিই দিন গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরাইল।

শনিবার সকালে খান ইউনিসের পূর্ব দিকের বানী সুফাইলা এলাকায় ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশুর প্রাণহানি ঘটে। চিকিৎসাকর্মীদের বরাতে জানা যায়, আল-ফারাবি স্কুলের কাছাকাছি সাধারণ মানুষের ওপর ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হলে জুমা ও ফাদি তামের আবু আসি নামে দুই ভাই গুরুতর আহত হন। খান ইউনিসের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে নেওয়ার পর তাঁদের মৃত ঘোষণা করা হয়।

শনিবার গাজার বিভিন্ন জায়গায় স্থল, নৌ ও আকাশ—তিন দিকেই ইসরাইলি বাহিনীর নতুন হামলার ঘটনা ঘটে। চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, খান ইউনিসের উত্তর-পূর্বে আল-কারারা এলাকায় গোলা ও বোমা বিস্ফোরণে অন্তত তিনজন ফিলিস্তিনি আহত হন।

গাজা সিটির তুফফাহ মহল্লায়ও সকালবেলা বিমান হামলা চালানো হয়। পাশাপাশি দক্ষিণের রাফাহ সীমান্তের পূর্বাঞ্চলেও বিস্ফোরণ শোনা যায়। এর আগের দিন বানী সুফাইলায় আরেকটি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি মারা যান বলে জানিয়েছিল নাসের মেডিক্যাল কমপ্লেক্স।

 

এদিকে গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা জানান, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরাইল এখন পর্যন্ত ৫৩৫ বার চুক্তি লঙ্ঘন করেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইল #ফিলিস্তিন