ভিয়েতনামের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন কাজিকি। সোমবার এই টাইফুন আঘাত হানতে পারে। টাইফুনের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৬৭ কিলোমিটার। তবে কাজিকির আঘাত হানার সময় বাতাসের গতিবেগ আরও বৃদ্ধি পেতে পারে।
টাইফুনের তাণ্ডবের আশঙ্কায় ৩ লাখেরও বেশি বাসিন্দাকে উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে। এছাড়া বিমানের এক ডজনেরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে দেশটি।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যায়িত করেছে।
ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বলেছে, উপকূল লাগোয়া পাঁচটি প্রদেশের ৩ লাখ ২৫ হাজার ৫০০ জনেরও বেশি বাসিন্দাকে স্কুল ও সরকারি বিভিন্ন ভবনে সরিয়ে নেওয়া হবে। এসব প্রতিষ্ঠান অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।
এনএস/