ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী টাইফুন কালমায়েগিতে ১৪০ জনেরও বেশী মানুষ মারা গেছেন। এখনো নিখোঁজ আছে ১২৭ জন।
বুধবার (০৫ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ঝড়ে সেবু প্রদেশে নজিরবিহীন বন্যায় গাড়ি, নদীর ধারের ঝুপড়ি ঘরবাড়ি, এমনকি বিশাল জাহাজের কন্টেইনার ভাসিয়ে নিয়ে যায়।
ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, বুধবার গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়টির তান্ডবে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৬ লাখ গ্রামবাসী বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় সাড়ে ৪ লাখ জনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
এ অবস্থায় বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
এসএইচ//