আন্তর্জাতিক

ফিলিপাইনে টাইফুন ফাং ওয়াংয়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিলিপাইনে শক্তিশালী সুপার টাইফুন 'ফাং-ওয়াং' এর তান্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারে

সোমবার (১০ নভেম্বর) দেশটির সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের প্রভাবে বড় ধরণের ধ্বংসের খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল রোববার ফাং-ওং আঘাত হানার আগেই দশ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনে প্রচণ্ড বাতাস, ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সৃষ্টি হয়।

উল্লেখ্য, এটি ছিল ফিলিপাইনে এই বছরের ২১তম ঝড়। গেল সপ্তাহেও টাইফুন কালমায়েগি'র তাণ্ডবে ২২৪ জন মারা গেছেন।

 

এসএইচ//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিপাইনে #সুপার টাইফুন #ফাং-ওং