যুদ্ধ শেষ করতে রাজি না হলে রাশিয়া ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে। এমন হুশিয়ারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৩ আগস্ট) ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে তিনি আরও বলেন, শুক্রবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাজি না হলে রাশিয়াকে শুল্ক আরোপ, নিষেধাজ্ঞাসহ বিভিন্ন কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে। পরিণতি গুরুতর হবে।
ট্রাম্প আরও বলেন, প্রথম বৈঠকটি ইতিবাচক হলে দ্রুত দ্বিতীয় বৈঠক হবে। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন। প্রথম বৈঠকে অগ্রগতি না হলে দ্বিতীয় বৈঠক হবে না।