সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মৃত’ ভোটারদের সঙ্গে চা পান করার একটি ভিডিও প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভিডিওর ক্যাপশনে রাহুল লিখেছেন— এটি তার জীবনের অভূতপূর্ব অভিজ্ঞতা। মূলত, ভারতে ভোটার তালিকা তৈরিতে অনিয়ম ও অসঙ্গতি নিয়ে বিভিন্ন তথ্য-প্রমাণ প্রকাশ করছেন রাহুল গান্ধী। মৃত ভোটারদের সঙ্গে চা পানের ভিডিওটি তার সেই কার্যক্রমেরই অংশ।
প্রকাশিত ভিডিওটি বিহারের। রাজ্যটির সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় প্রায় ৬৫ লাখ মানুষের নাম বাদ পড়েছে। এর মধ্যে ২২ লাখেরও বেশি ভোটারকে মৃত বলে চিহ্নিত করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ‘মৃত’ হিসেবে তালিকাভুক্ত কয়েকজন জীবিত ভোটারের সঙ্গে আলাপ করছেন রাহুল। তারা অভিযোগ করেন, শুধু তারাই নন— আরও অনেক জীবিত মানুষের নাম ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং দেশজুড়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। বিরোধী দলগুলো বলছে, এটি নির্বাচনী প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়মের প্রমাণ। রাহুল গান্ধীও পূর্বে ভোটার তালিকার কারচুপির অভিযোগ তুলেছেন এবং প্রমাণসহ নির্বাচনী স্বচ্ছতার জন্য সক্রিয় থেকেছেন।
এদিকে, পুনের বিশেষ এমএলএ আদালতে রাহুল গান্ধী জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর থেকে তিনি প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন। সাভারকরের পারিবারিক বংশপরিচয় নিয়ে দেওয়া বক্তব্য ও তার বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলা এই হুমকিকে আরও গুরুতর করে তুলেছে। এজন্য তিনি মহারাষ্ট্র সরকারের কাছে প্রতিরোধমূলক সুরক্ষা চেয়েছেন।
ভারতের বিহার, পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে বর্তমানে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন (এসআইআর) কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। বিহারে এই প্রক্রিয়া শেষ হলেও বিরোধীরা এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। সরকার অবশ্য বলছে, ভোটার হালনাগাদের সব কার্যক্রম আইনসম্মত ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।
সূত্র: এনডিটিভি
এসি//