আন্তর্জাতিক

রাশিয়া থেকে পারমাণবিক সাবমেরিন লিজ নিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রায় এক দশকের আলোচনা শেষে রাশিয়া থেকে একটি পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন লিজ নিতে যাচ্ছে ভারত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লি সফরের সময় ২ বিলিয়ন ডলারের বিনিময়ে এই চুক্তি চূড়ান্ত হবে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কর্মকর্তারা সম্প্রতি রাশিয়ার একটি শিপইয়ার্ড পরিদর্শন করেছেন এবং দুই বছরের মধ্যে সাবমেরিনটি হাতে পাওয়ার আশা করছেন। নৌবাহিনী প্রধানও শিগগির সাবমেরিনটি অন্তর্ভুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এই চুক্তি চূড়ান্ত হলে এটি ভারতের নৌবহরে থাকা বিদ্যমান দু’টি সাবমেরিনের চেয়ে বড় এবং শক্তিশালী হবে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #পারমাণবিক শক্তিচালিত #সাবমেরিন #ভারত