ঝটিকা সফরে জার্মানি গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে গতকাল বুধবার (১৩ আগস্ট) বার্লিন পৌঁছেছেন তিনি। জার্মানির সময় দুপুর ২টায় জার্মান চ্যান্সেলর মের্জকে সঙ্গে নিয়ে জেলেনস্কি ট্রাম্প এবং ইউরোপীয় কয়েকজন নেতার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। বৈঠকে ন্যাটোপ্রধান মার্ক রুটোও যুক্ত ছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন, অগামীকাল শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে মের্জের সঙ্গে জেলেনস্কির সাক্ষাত বিশেষ কোন ইঙ্গিত বহন করে।