আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি

ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবিতে অষ্ট্রেলিয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট ও দুর্ভিক্ষের প্রতিবাদে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুক্রবার ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। ‘স্টুডেন্টস ফর প্যালেস্টাইন’ সংগঠনের উদ্যোগে স্টেট লাইব্রেরি ভিক্টোরিয়ার সামনে আয়োজিত এই সমাবেশে শতশত শিক্ষার্থী অংশ নেন।

এসময় ফিলিস্তিনি পতাকা হাতে ও স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা মেলবোর্ন শহরের কেন্দ্র দিয়ে মিছিল করেন। ‘স্টারভেশন, সিজ, অ্যান্ড সাইলেন্স’ বন্ধের ডাক দিয়ে তারা থালা-বাসন বাজিয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড: ‘স্টপ স্টারভেশন, এন্ড জেনোসাইড নাউ!’ এবং ‘সাইলেন্ট স্ক্রিমস’।

বিক্ষোভকারীরা বলেন, "আমরা একটি সহিংসতামুক্ত মানবতা ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়াচ্ছি" ।

'ফ্রি প্যালেস্টাইন মেলবোর্ন চ্যাপ্টার'-এর মিশেল শেখ বলেন, “বর্তমানে অস্ট্রেলিয়ায় যে নতুন সব কথিত 'বিরোধী-ইহুদিবাদ আইন' আনা হয়েছে, তা আসলে ইহুদি সুরক্ষার জন্য নয়। বরং ফিলিস্তিনি গণহত্যাকে সমর্থনকারীদের ও সেই থেকে লাভবান কোম্পানিগুলোকে রক্ষা করার জন্য।” তিনি আরও বলেন, “তারা বিতর্কে হেরে গেছে, তাই এখন দমনপীড়নের পথ নিচ্ছে।”

‘স্টুডেন্টস ফর প্যালেস্টাইন’-এর মুখপাত্র রেনে বলেন, “গাজা উপত্যকায় লাখ লাখ মানুষকে জোর করে অনাহারে রাখা হয়েছে। তারা টানা দুই বছর ধরে বোমা হামলা ও গণহত্যার শিকার হচ্ছে।”

তিনি ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে অষ্ট্রেলিয়া সরকারের কাছে দাবী জানান। একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার অনুরোধ জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #অষ্ট্রেলিয়া #গাজা #বিক্ষোভ