আন্তর্জাতিক

যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কাজ করছে যুক্তরাষ্ট্র; মার্কিন পররাষ্ট্র দপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ইরান-ইসরাইল যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে কি না, তা এখনো বলা যাচ্ছে না। মঙ্গলবার (২৪ জুন) ব্রিফিংয়ে ইরান ও ইসরাইলের সাময়িক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে তিনি এসব কথা বলেন। মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র যে নেতৃত্ব দেখিয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরে মুখপাত্র আরো বলেন, ‘তিনি (ট্রাম্প) আমেরিকাকে অগ্রাধিকার দিয়েছেন। তার কৌশলগত পদক্ষেপ ও নেতৃত্ব যুদ্ধের বিস্তার ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

এ বিষয়ে সরাসরি কোন মন্তব্য করেননি বাইডেন প্রশাসনের কর্মকর্তারা।  ট্রাম্প সম্পর্কে এমন বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিবৃতি আসন্ন নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের জোরালো হাতিয়ার হয়ে উঠতে পারে। যেখানে তিনি নিজেকে একজন ‘শান্তির স্থপতি’ হিসেবে তুলে ধরছেন।

তবে পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে, ‘যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে আঞ্চলিক অংশীদার, আন্তর্জাতিক মিত্র এবং জাতিসংঘের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #পররাষ্ট্র দপ্তর