দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা জো মারিনেল্লি। গেল ২২ জুন রোববার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর।
অভিনেতার মৃত্যুর খবর তার ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেতা লি জে. ম্যাকক্লসকি নিশ্চিত করেছেন।
স্মৃতিচারণ করতে গিয়ে সামাজিক মাধ্যমে লি জে. ম্যাকক্লসকি লেখেন, জো কঠিন এক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তার মনোবল ও প্রাণশক্তি সবসময়ই আমাকে মুগ্ধ করেছে। তিনি ছিলেন এক সত্যিকারের যোদ্ধা, এক চ্যাম্পিয়ন।
তিনি আরও বলেন, জো কেবল একজন প্রতিভাবান অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন দার্শনিকপ্রবণ, হৃদয়বান একজন মানুষ। শিক্ষক, বন্ধু, আর এক দুর্দান্ত গল্পকার এই মানুষটার মাঝে ছিল হাস্যরস আর গভীর উপলব্ধির দুর্দান্ত মিশেল।
১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের কনেকটিকাটে জন্ম নেওয়া জো মারিনেল্লি ছোটবেলা থেকেই মঞ্চ ও অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। পরবর্তীতে তিনি লস অ্যাঞ্জেলসের লয়োলা মেরিমাউন্ট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং থিয়েটারে অভিনয়ের মাধ্যমে পেশাদার যাত্রা শুরু করেন।

টেলিভিশনে তার অভিষেক ঘটে জনপ্রিয় সিরিজ ‘L.A. Law’ এবং ‘Hill Street Blues’-এর মাধ্যমে। তবে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেন ‘Santa Barbara’ সিরিজের বান্নি তাগলিয়াত্তি চরিত্রে অভিনয়ের মাধ্যমে। পরবর্তী সময়ে তিনি ‘General Hospital’-এ জোসেফ চরিত্রে এবং সাম্প্রতিক হিট সিরিজ ‘The Morning Show’-এ ডনি স্পাগনোলি চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান।
মারিনেল্লির অভিনয়জীবনে ছিল ব্যাপক বৈচিত্র্য।তিনি জনপ্রিয় অনেক সিরিজে অভিনয় করেছেন। যেমন:The West Wing,House,Desperate Housewives,Victorious,The Offer। এই কাজগুলোয় তিনি কখনো ছিলেন সংবেদনশীল ড্রামার নায়ক, কখনোবা প্রাণবন্ত কমেডি চরিত্রে, যা প্রমাণ করে তার অভিনয় দক্ষতা কতটা বিস্তৃত।
সহ-অভিনেতারা জো মারিনেল্লিকে সবসময়ই দেখতেন একজন অনুপ্রেরণামূলক শিল্পী হিসেবে। প্রতিটি চরিত্রে তার আত্মনিবেদন, মেধা ও আবেগের প্রকাশ ছিল স্পষ্ট। পর্দার বাইরেও তিনি ছিলেন একজন সহানুভূতিশীল, হাস্যরসিক ও গভীর মানুষ—যার উপস্থিতি স্মরণীয় হয়ে থাকবে তার সহকর্মী ও ভক্তদের মনে।
এসকে//