বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের কার্যক্রম নিয়ে তার মতামত জানিয়েছেন।
এক গণমাধ্যমের শোতে অংশ নিয়ে তিনি বলেন, "আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে, তারা চুরি করবে। আমি চাই, কেউ ক্ষমতায় এসে একটু রয়ে সয়ে চুরি করুক। চুরি না করার পরিস্থিতি আমাদের দেশে সম্ভব নয়।
এছাড়া মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও তার মন্তব্য ছিল যথেষ্ট তীক্ষ্ণ।
ফারিয়া বলেন, "আগের চেয়ে এখন মতপ্রকাশের স্বাধীনতা অনেক বেশি, তবে সবাই সেই স্বাধীনতা পাচ্ছে না। যদি মতপ্রকাশের স্বাধীনতা থাকে, তবে যারা ক্ষমতায় নেই, তাদেরও কথা বলার সুযোগ দিতে হবে।" শুধুমাত্র ক্ষমতাধরদের কণ্ঠই শোনা উচিত নয় অন্যদেরও নিজের মত প্রকাশের সুযোগ পাওয়া উচিত যা ন্যায়সঙ্গত হবে।
এ সময় তিনি মব কালচার (পক্ষপাতদুষ্ট জনতার আক্রমণ) নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
শবনম ফারিয়া বলেন, "সরকারের অনেক কাজ আমি অ্যাপ্রিশিয়েট করি, তবে এই যে মব কালচার তৈরি হয়েছে, সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার যদি ক্ষমতা প্রদর্শন করতে পারত তাহলে ৩২ নম্বর বাড়ি ভাঙার মতো ঘটনা ঘটত না। হয়তো সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল, তবে তা আমাদের চোখে আসেনি।"
এসকে//