বিনোদন জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন শবনম ফারিয়া। তবে অভিনেত্রী স্পষ্ট করেছেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।
শনিবার (০৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে ফারিয়া জানিয়েছেন, বর্তমান বা সম্প্রতি নিষিদ্ধ যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার পেজ সবার জন্য উন্মুক্ত। এখানে যেকোনো মন্তব্য আসতে পারে কেউ কালা মাগুর, কেউ নীল তিমি বা কাউয়া কিন্তু সেগুলো আমার রাজনৈতিক অবস্থানের প্রতিফলন নয়।

শবনম ফারিয়া আরও বলেন, তিনি ভবিষ্যতে একজন সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে চান। আমি কোনও রাজনৈতিক চরিত্র নই। শিল্পী হিসেবে সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে চাই। ভালোকে ভালো, খারাপকে খারাপ বলা এবং অনৈতিক কাজের সমালোচনা করা আমার নীতি।”
ফারিয়া জানান, কখনো কখনো তার সোশ্যাল মিডিয়ার লেখা সংবাদে প্রকাশিত হয়। “প্রথমে হাসতাম, পরে বিব্রত বোধ হতো। এখন অভিনয় কম করার কারণে ‘যার যার মুড’ ভাব নিয়ে চলি। তবে জোর করে আমাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা বিরক্তিকর।
অভিনেত্রী ব্যাখ্যা করেছেন, আমি কখনোই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার জন্য কিছু করি না। তাই অভিনয়ের পাশাপাশি চাকরি করি। না হলে হয়তো টিকটকে ভিডিও বানাতাম, জিম করতাম বা সাধারণ সেলফি তুলতাম। এই দেশেও অতিরিক্ত মনোযোগ আকর্ষণ করা সহজ।
এসকে//