পাকিস্তানে হঠাৎ শুরু হওয়া মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ৩৫১ জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলায়। অন্তত ২০৯ জন মারা গেছে জেলাটিতে।
রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, গেল ৪৮ ঘণ্টায় পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩৫১ জন নিহত হয়েছে। এর মধ্যে শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশেই ৩২৮ জন মারা গেছে। এছাড়া গিলগিট বালতিস্তানে ১২ জন ও আজাদ জাম্মু ও কাশ্মীরে ১১ জন মারা গেছে।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে যে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বুনের, সুয়াত, মানসেহরা, বাজাউর ও বাটাগ্রামসহ বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ঘরবাড়ি, দোকানপাট ও অবকাঠামো ধ্বংস হয়েছে।
সরকার বুনের জেলায় জন্য ১৫ মিলিয়ন পাকিস্তানি রুপি বরাদ্দ করেছে। এছাড়া বাজাউর, বাটাগ্রাম ও মানসেহরার জন্য ১০ মিলিয়ন রুপি করে বরাদ্দ করা হয়েছে বলে পিডিএমএ (প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ) জানিয়েছে। এসব জেলা, সুয়াতসহ, সবকটিকেই খাইবার পাখতুনখোয়া সরকার দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছে।
প্রাদেশিক উদ্ধার সংস্থা বার্তাসংস্থা এএফপি-কে জানিয়েছে, নয়টি ক্ষতিগ্রস্ত জেলায় প্রায় ২,০০০ উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে।
এমএ//