ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় পাইপলাইনের রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর কাজের কারণে আজ রোববার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় জুরাইন, ধোলাইর পাড়, জিয়া সরণি, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না।
এ ছাড়া আশপাশের এলাকায় স্বল্পচাপের সমস্যা দেখা দিতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
এমএ//