আন্তর্জাতিক

অসীম মুনির মানসিক ভারসাম্যহীন: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেছেন দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

বুধবার (০৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তার এই বক্তব্য প্রকাশ করা হয়।

এর আগে মঙ্গলবার ইমরান খানের সঙ্গে তার বোন ড. উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দেখা করেন। সেখানেই সেনাপ্রধানকে নিয়ে তারা আলোচনা করেন।  

ইমরান অভিযোগ করেছেন, অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছেন। পাকিস্তানকে নিয়ে অসীম মুনিরের কোনো চিন্তা নেই। শুধুমাত্র পশ্চিমা শক্তিদের খুশি করতে তিনি এগুলো করছেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তানের সেনাপ্রধান #ফিল্ড মার্শাল আসিম মুনির #সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান