বিনোদন

আপনার মা বা বউকে বলেন দেখাতে, কেন এমন বললেন অভিনেত্রী প্রসূন

বিনোদন ডেস্ক

সম্প্রতি অশ্লীল মেসেজের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেত্রী প্রসূন আজাদ। কিছুদিন আগে তিনি তার বাবার নিখোঁজ হওয়ার খবর নিয়ে খবরের শিরোনামে ছিলেন। তবে এবার আর সেই ঘটনাকে কেন্দ্র করে নয় বরং, এক অস্বস্তিকর ও অসম্মানজনক ব্যক্তিগত ঘটনার বিষয় সামনে এসেছে।

প্রসূন তার ইনবক্সে এক অশ্লীল মেসেজ পান, যেখানে তার শরীর নিয়ে অস্বস্তিকর মন্তব্য করা হয়। মেসেজটি পড়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সেই মেসেজের স্ক্রিনশট ফেসবুক পেইজে শেয়ার করে লেখেন, “আপনার মা বা বউকে বলেন দেখাতে। কোনও তফাৎ নাই, বিশ্বাস করেন। একে অপরের মতোই। খালি রংটা হালকা চেইঞ্জ।”

এমন অবমাননাকর মন্তব্য পাওয়ার পর প্রসূন সোশ্যাল মিডিয়ায় তার প্রতিক্রিয়া জানান। তিনি লিখেন, এসব মন্তব্য তার জন্য অত্যন্ত অসম্মানজনক। তার পোস্টে একজন অনুরাগী ওই ব্যক্তির নামসহ প্রকাশ করার পরামর্শ দেন, তবে প্রসূন সরাসরি নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে বলেন, “এটা ঠিক, তবে তার জীবন শেষ হয়ে যাবে, বাদ দেন।”

তিনি তার সোশ্যাল মিডিয়ায় বলেছেন, এই ধরনের বিরক্তিকর পরিস্থিতি সহ্য না করে প্রতিবাদ করা উচিত।  তিনি আরও জানান, সমাজে এমন নেতিবাচক মনোভাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব রয়েছে এবং নিজেদের সম্মান রক্ষা করা জরুরি।

উল্লেখ্য, প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের রিয়েলিটি শোতে রানারআপ নির্বাচিত হয়ে শোবিজে প্রবেশ করেন। শুরুর দিকে তার অভিনয় ক্যারিয়ার বেশ সফল হলেও কিছু সময় পর তিনি পর্দার আড়ালে চলে যান এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গুটিয়ে নেন। তবে এই ধরনের প্রতিবাদী পদক্ষেপে তার সক্রিয়তা তাকে আবারও শোবিজের আলোচনায় ফিরিয়ে আনছে।

এসকে//