বিনোদন

এ কী করলেন উর্ফী!

বিনোদন ডেস্ক

পোশাক নিয়ে চমক দিতে উর্ফী জাভেদের জুড়ি নেই। প্রতিবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে নেটপাড়ায় ঝড় তোলেন তিনি। তবে এবার আর পোশাক নয়—উর্ফীর ঠোঁট নিয়ে আলোচনায় মুখর হয়ে উঠেছে সামাজিক মাধ্যম।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি জানালেন, তার ঠোঁট থেকে ফিলার সরানোর অভিজ্ঞতার কথা। ভিডিওতে দেখা যায়, চিকিৎসক তার ঠোঁটে ইনজেকশন দিচ্ছেন। ঠোঁট ফুলে গেছে এতটাই, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন অনুরাগীরা। মুখের তুলনায় ঠোঁট হয়ে উঠেছে অস্বাভাবিক রকম বড়, যেন ফেটে যাবে এখনই।

উর্ফী নিজেই এই ভয়াবহ পরিস্থিতির ভিডিও ও ছবি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, “এটা ফিলার নয়, বরং ফিলার সরানোর পরিণতি। পুরনো ফিলারগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি ঠিক করি সব সরিয়ে ফেলব। পরে আবার করাব, তবে এবার সূঁচ ছাড়া কোনো উপায় খুঁজব।”

তবে এখানেই শেষ নয়। ফিলার সরানোর আগেও শনিবার একটি পোস্টে তিনি লিখেছিলেন, “বিশ্বাস করতে পারছি না— ফিলার সরিয়ে ফেলছি! মাত্র ১৮ বছর বয়স থেকে ঠোঁটে ফিলার ব্যবহার করছি। আয়নার সামনে নিজেকে ফিলার ছাড়া দেখিনি বহুদিন। তবে আবার করাব, এবার আরও সাবধান হয়ে।”

উল্লেখযোগ্যভাবে, এক সাক্ষাৎকারে উর্ফী স্বীকার করেছিলেন, তিনি লিপ ফিলার এবং বোটক্স ব্যবহার করেছেন, এবং এতে লুকোচুরি নেই। তখনও তার অনুরাগীরা তার খোলামেলা স্বীকারোক্তিতে প্রশংসা করেছিলেন।

এবার যদিও তার ঠোঁটের এই অবস্থা দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন।

কেউ বলছেন, “এটা খুব ঝুঁকিপূর্ণ ছিল।” কেউ আবার লিখেছেন, “যে কোনও রকম প্রসাধন হোক, চিকিৎসকের পরামর্শ ছাড়া নয়।”

 

এসি//