রিয়াল মাদ্রিদকে যেন কষিয়ে এক চড় মেরে দিল পিএসজি। ইউরোপের সফলতম দলটি একদম তছনছ হয়ে গেলো ফরাসি জায়ান্টদের কাছে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের পরিবেশটা ছিলো রিয়াল মাদ্রিদের ঘরের মাঠের মতো। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচটিতে গ্যালারিজুড়ে আধিক্য ছিলো কেবল সাদা জার্সির। সেই মাঠে যখন একের পর এক গোল খাচ্ছিলো রিয়াল তখন গ্যালারিতে নেমে আসলো নিরবতা।
ম্যাচের প্রথম চার মিনিটেই দুটি সেভ দিয়ে গোল খাওয়া থেকে রক্ষা করলেন থিবো কর্তোয়া। কিন্তু ডিফেন্ডারদের নিদারুণ ভুলে ৯ মিনিটেই দুইবার বল চলে যায় রিয়ালের জালে।
রাউল আসেন্সিও ভুলে গোল করেন ফাবিয়ান রুইস, আর আন্তোনিও রুদিগারের ভুলে বল জালে পাঠান উসমান দেম্বেলে।
২৪তম মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন রুইস। ৮৮তম মিনিটে হালি পূর্ণ করেন গঞ্জালো রামোস।