খেলাধুলা

এমবাপ্পের চার গোলে গ্রিসের মাটিতে রিয়ালের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ম্যাচের শুরুতেই গ্রিসে অলিম্পিয়াকোসের কাছে হোঁচট খায় রিয়াল মাদ্রিদ। তবে কিলিয়ান এমবাপ্পের চার গোলের দুর্দান্ত পারফর্ম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগে ৪-৩ ব্যবধানে টানাপোড়নের জয় নিয়েই মাঠ ছাড়ে জাবি আলোনসোর দল। এটি ছিলো রিয়াল মাদ্রিদের ইতিহাসে গ্রিসের মাটিতে প্রথম জয়।

বুধবার (২৬ নভেম্বর) কারাইসকাকিস স্টেডিয়ামে ম্যাচের  মাত্র ৮ মিনিটেই চিকুইনহোর গোলে পিছিয়ে পড়ে রিয়াল। পরে ২২ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে সমতায় ফেরেন এমবাপ্পে। এর ঠিক দুই মিনিট পরই দলকে লিড এনে দেন ফরাসি তারকা। ২৯ মিনিটে আর্দা গুলারের পাস ধরে হ্যাটট্রিক পূর্ণ করে রিয়ালকে ৩-১ ব্যবধানে এগিয়ে নিয়ে প্রথমার্ধের বিরতিতে পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দেয় অলিম্পিয়াকোস। তবে ৬০ মিনিটে ভিনির পাসে নিজের চতুর্থ গোল করে ব্যবধান ফের বাড়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের খেলোয়াড় হিসেবে রোনালদোর পর এক ম্যাচে চার গোলের কীর্তি গড়া দ্বিতীয় খেলোয়াড় তিনি।

শেষ দিকে টানা আক্রমণে ৮২ মিনিটে ব্যবধান ৪-৩ করলেও সমতা ফেরানোর মতো গোল আর পায়নি গ্রিক ক্লাবটি। জয়টি ধরে রেখে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠেছে আলোনসোর রিয়াল।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #অলিম্পিয়াকোসে #রিয়াল মাদ্রিদ #কিলিয়ান এমবাপ্পে #চ্যাম্পিয়ন্স লিগে #ফুটবল