উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম ৯৭ বছর বয়সে মারা গেছেন। ক্যান্সারজনিত জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়।
সোমবার (০৩ নভেম্বর) তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে খবর প্রকাশ করে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।
দেশটির নেতা কিম জং উন মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে তার মরদেহের পাশে গিয়ে শ্রদ্ধা জানান। বৃহস্পতিবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে ।
১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত কিম ইয়ং নাম উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। যা দেশটির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের মর্যাদাসম্পন্ন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কিম পরিবারের প্রতি অটল আনুগত্যের জন্য পরিচিত ছিলেন।
এসএইচ//