গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে ফিলিস্তিনি যোদ্ধাদের হঠাৎ চালানো এক সংঘবদ্ধ হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ ইসরাইলি সেনা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় সূত্রের বরাতে খবরটি জানিয়েছে 'মিডল ইস্ট মনিটর'।
প্রতিবেদনে জানানো হয়, হামলার মূল লক্ষ্য ছিল একটি ইসরাইলি সামরিক যান, যা আগুনে পুড়ে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছানো উদ্ধারকারী দলও হামলার শিকার হয়। এতে হতাহতের সংখ্যা আরও বাড়ে।
অন্যদিকে গাজার উত্তরের জাবালিয়া এলাকায় তিন ইসরাইলি সেনাকে হত্যা করার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শাখা আল-কাসসাম ব্রিগেড। একইদিনে আল-কুদস ব্রিগেড মধ্য খান ইউনিস একটি শক্তিশালী বিস্ফোরকের সাহায্যে আরেকটি সামরিক যান ধ্বংস করেছে বলে দাবি করেছে।
'প্যালেস্টিন ক্রনিকল'-এর প্রতিবেদনে বলা হয়, আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা দক্ষিণ খান ইউনিসে একটি বাড়ির ভেতর ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত হামলা চালায়। অভিযানে ‘ইয়াসিন-১০৫’ রকেট লঞ্চার ও আরপিজি ব্যবহার করে তারা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করা হয়।
মঙ্গলবার রাতে অঞ্চলজুড়ে পরিস্থিতি ছিল চরম উত্তপ্ত। ইসরাইলি বাহিনী এখনো হামলার জায়গাগুলোর নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। পাল্টা অভিযানে ইসরাইলি বিমানবাহিনী মধ্য খান ইউনিসে একাধিক বিমান হামলা চালিয়েছে। সঙ্গে ছিল হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ ও কামানের গোলাবর্ষণ। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সহিংসতায় এখন পর্যন্ত ৫৬ হাজার ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন।