আবহাওয়া

ঢাকাসহ যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বেশ কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আংশিক মেঘলা আকাশ ও বাতাসের প্রবাহ থাকবে। এতে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ বুধবার (২৫ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস বইতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত (ট্রেস) রেকর্ড করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

এসকে//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া অধিদপ্তর #ঢাকা #বেশ কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা