ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজারে নিরাপত্তা জোরদার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতটি নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত এসব বিধি-নিষেধ কার্যকর থাকবে। জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার শহর ও সমুদ্রসৈকত এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো পুরোপুরি নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে কোনো ধরনের ঝুঁকি এড়াতে আতশবাজি ও পটকার বিক্রি–বিপণন কেন্দ্রও বন্ধ থাকবে।
এ ছাড়া উন্মুক্ত স্থান ও সড়কে কনসার্ট, নাচ–গান কিংবা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব বার ও মদের দোকানে মদ ক্রয়–বিক্রয় স্থগিত থাকবে।
পুলিশ জানায়, থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। এমন কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ন করতে পারে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঝুঁকি তৈরি করবে বলে সতর্ক করা হয়েছে।
অধিক শব্দে হর্ন বাজানো, গাড়ির প্রতিযোগিতা, জয়রাইড এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল বা গাড়ি চালানোও নিষিদ্ধ থাকবে। পাশাপাশি নারী পর্যটকদের ইভটিজিং বা হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে পুলিশ।
আই/এ